Skip to main content

শোকে বিহ্বল চলচ্চিত্র অঙ্গন, কথা বলতে পারছেন না কেউ-ই

 
 চলচিত্রের নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুতে স্তব্ধ হয়ে আছে পুরো চলচ্চিত্র অঙ্গন। গতকাল সন্ধ্যায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক নজর এই কিংবদন্তি নায়ককে দেখার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টসহ তার ঘনিষ্ঠজনদের ঢল নেমেছিল। রাতে রাজ্জাক ফিরেননি নিজের সেই চিরচেনা গুলশান দুই এর বাড়িতে, কিন্তু তবুও সেখানে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, প্রিয়জনরা ভিড় করে ছিলেন রাতভর।
আজ সকাল থেকে প্রিয়.কম এর পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয় চলচিত্র অঙ্গনে তার দীর্ঘদিনের সহকর্মীদের সাথে। তার সমসাময়িক খ্যতিমান অভিনেতা আলমগীর, প্রথম সিনেমার নায়িকা সুচন্দা, আরেক জনপ্রিয় চলচ্চিত্র জুটি ববিতা, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসসহ অনেকের সাথেই যোগাযোগ করা হলে তারা জানান- এই মুহূর্তে কথা বলার মতো অবস্থা তাদের কারোরই নেই। অভিনেত্রী সুচন্দা বলেন- 'আমরা সবাই এখন রাজ্জাক সাহেবের পাশে বসে দোয়া দরুদ পড়ছি। কথা বলার মতো মানসিক শক্তি নেই' ।

এদিকে বাংলা চলচ্চিত্রের এই খ্যাতিমান নায়কের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র অঙ্গনে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গতকাল (২১ আগস্ট) বাংলা চলচ্চিত্রের এই প্রবাদপুরুষ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে মৃত্যুবরণ করেন।  

Comments

Popular posts from this blog

Human Meat Found In McDonald’s Meat Factory

In the last few years there were many controversy regarding the food served at McDonald’s. Still, all of you will agree that the latest speculation about the meat this famous fast food chain uses exceeds all expectations. Namely, there is one report which contains a shocking audio confession by a man claiming McDonald’s uses human meat as a filler in their 100% beef hamburgers along with proved facts that McDonald’s has been accused of using worm meat fillers was published recently. This shocking report impelled food inspectors to investigate the matter further. What is even more shocking, allegedly they have found human and horse meat in the freezers of an Oklahoma City McDonald’s meat factory. In addition, inspectors found human meat in several trucks on their way to deliver the burgers to the fast food restaurants. There are other reports that suggest that upon inspecting McDonald’s factories and food restaurants throughout the country, food authorities found human me...

Full score, England vs South Africa, 3rd cricket Test, Day 2: SA 126/8 at stumps, ENG 353 all out

Debutant Toby Roland-Jones’s 4\/39 has South Africa in all sorts of trouble in the third cricket Test at The Oval. Earlier, Ben Stokes’ 112 and Alastair Cook’s 88 propelled England to a first innings score of 353. Get full score of England vs South Africa... Toby Roland-Jones celebrates the wicket of Heino Kuhn on the second day of the third Test match between England and South Africa at The Oval. Get full score of England vs South Africa here(AP)

Marine's son, 4, bursts into tears as dad, stepmom wed in heartwarming video

Joshua Newville and Emily Leehan may have gotten married in front of 130 of their closest family members and friends over the weekend — but it was Newville’s 4-year-old son who stole the show. In a video that’s gone viral, the adorable boy, Gage, becomes overwhelmed and breaks down into tears of joy while his stepmom reads surprise vows she wrote just for him. “I want you to be safe and to try your hardest and to be a good person,” Leehan tells Gage, who begins to cry and runs into her arms. She adds, “I know that you and I will butt heads, except for right now. But I hope, with all my heart, that as you become a grown man, you will understand my methods and realize I've only done what is best for you and that I love you." U.S. Marine Corps Sergeant Joshua Newville and Senior Airman Emily Leehan got married on Saturday in upstate New York. Newville's son, Gage, became overwhelmed with emotion at the ceremony. "The last thing that I hope you learn is that you are a ver...