রাজধানীর কাফরুলে গলায় দড়ি দিয়ে জাহিদুল ইসলাম জালাল (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাতে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইব্রাহিমপুরের বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে কাফরুল থানার এসআই মোজাম্মেল বলেন, গতকাল রাতে আর্জেন্টিনার খেলা দেখে সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, আর্জেন্টিনা হারার পর মনের কষ্টে হয়তোবা তিনি এ কাজ করেছেন। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। উল্লেখ্য, গতকাল রাতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরে যায় মেসির আর্জেন্টিনা। এই হারের কারণে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে সাম্পাওলি শিষ্যরা। যদিও বিশ্বকাপ শুরুটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ওই ম্যাচে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ক্রো...
ব্রা মেয়েদের সাজসজ্জার অবিচ্ছেদ্য অংশ। ভাল ব্রা পড়লে যেমন বক্ষ সৌন্দর্য নয়নশোভন হয়, তেমনই খারাপ ব্রা পরলে বড্ড দৃষ্টিকটূ লাগে। তাই বুঝেশুনে ব্রা কেনা উচিত। রইল ব্রা কেনার কিছু টিপস। নিজে বেছে কিনুন— অনেক মেয়েই মা, বোন কিংবা অন্য কোনও আত্মীয়াকে বলে দেন বাজার থেকে ব্রা আনতে। এটা ঠিক নয়। কারণ, ফিটিংস, রং ইত্যাদি একান্তই নিজস্ব পছন্দের বিষয়। তাই নিজের ব্রা নিজেই পছন্দ করে কেনা উচিত। অনলাইনে কিনবেন না— আজকাল সবই অনলাইনে পাওয়া যায়। কিন্তু, ব্রা অনলাইনে না কেনাই ভাল। দেখা গেল, আপনার যে সাইজ লাগে, তা-ই অর্ডার করলেন অনলাইনে। কিন্তু, যেটা এসে পোঁছল, তা ঠিকঠাক ফিটিংস হচ্ছে না। কারণ, ব্র্যান্ড অনুযায়ী কিন্তু ব্রায়ের সাইজে তারতম্য হয়। তখন তা বদল করতে কালঘাম ছুটে_ যাবে যেখানে সবার চেয়ে আলাদা প্রভা যখনই কিনবেন, মাপ নিন— ব্রা যখন কিনবেন, তখনই মাপ নিন। দু’বছর আগে আপনার কোন মাপ লাগত, তার ভিত্তিতে এখন ব্রা কিনতে যাবেন না। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে বুকের মাপ বদলায়। এটাই স্বাভাবিক। কীভাবে মাপ নেবেন— ব্রায়ের মাপ নেওয়া সহজ ব্যাপার নয়। এ জন্য ব্যান্ড সাইজ এবং...